Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাসলাপিয়ালা পুকুর
কিভাবে যাওয়া যায়

পুকুরটি ইউনিয়ন পরিষদ হইতে ৩ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। রাস্তা পাকা যোগাযোগ: মাইক্রোসাব, বাস, অটোবাইক, মোটরসাইকেল।

যোগাযোগ

0

বিস্তারিত

 

আউলিয়াপুর ইউনিয়নে একটি মাত্র দর্শনীয় স্থান রয়েছে সাসলাপিয়ালা পুকুর:

 

পুকুরটি ইউনিয়ন পরিষদ হইতে ৩ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। রাস্তা পাকা যোগাযোগ: মাইক্রোসাব, বাস, অটোবাইক, মোটরসাইকেল।

 সাসলাপিয়ালা পুকুরটি ১০ একর জমি অবস্থান করছে। এটি কত সালে খনন করা হয় তা এখনও অজ্ঞাত। এর চার পাশে উচু পাহার  ও পাহারে অনেক সুন্দর আম, জাম, লেচু, কাঠাল ই্ত্যাদি বাগান রয়েছে। এবং পুকুরের সাথে কবরস্থান ও আশেপাশে  অনেক বসতবাড়ী আছে। পুকুরটিতে প্রচুর পরিমান মাছ আছে। প্রতি বছর প্রায় ২ কোটি টাকার মাছ পাওয়া যায়। এক একটি মাছ 30 হতে 40 কেজি পর্যন্ত পাওয়া যায়।

 

পুকুরটির মালিক আব্দুল আপেল।